বড়পরং – বাঙালিদের প্রতি পাহাড়ীদের অবিশ্বাসের সূত্রপাত

Jumjournal
Last updated Sep 30th, 2021

5247

featured image

হিল চাদিগাঙের (পার্বত্য চট্টগ্রামের) পাহাড়ীদের সত্যিকার দুর্ভোগ আরম্ভ হয় যখন কাপ্তাই বাঁধ নির্মাণের কাজ শেষ হয় এবং বাঁধ নির্মাণের ফলে প্রায় ৩৫০ বর্গমাইল এলাকা যেটি হিল চাদিগাঙের (পার্বত্য চট্টগ্রামের) সবচেয়ে উর্বর এলাকা ছিল কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যায়।

বাঁধটির নির্মাণের কাজ শুরু হয় ১৯৫২ সালে এবং শেষ হয় ১৯৫৮ সালের প্রথম দিকে। কিন্তু যখন বাঁধের সব Spillway (যে পথ বা ছিদ্র দিয়ে পানি একপাশ থেকে আরেক পাশে বের হয়) বন্ধ করে দেয়া হয়, তখন বাঁধটি ভেঙ্গে যায়। তারপর জেনারেল আইয়ুব খান পাকিস্তানের ক্ষমতা দখল করার পর আমেরিকার সাহায্যে আবার নির্মাণ কাজ শুরু হয়ে ১৯৬১ সালে শেষ হয়।

বাঁধ নির্মাণের সময় বলা হয় যে, মাত্র ২৫০ বর্গমাইল এলাকা ডুবে যাবে, কিন্তু বাঁধ নির্মাণ শেষে দেখা গেল যে ৩৫০ বর্গমাইল এলাকা ডুবে গেছে এবং বর্ষাকালে লেকের পানি বেড়ে গেলে বড়গাঙ (কর্ণফুলী) হ্রদের আয়তন হয় ৪০০ বর্গমাইল।

এই ৩৫০ অথবা ৪০০ বর্গমাইলের মধ্যে অনেকের নিজস্ব ফলের এবং সেগুন বাগান, সরকারের সংরক্ষিত বন এবং সেই সঙ্গে অশ্রেণীভুক্ত সমগ্র বনাঞ্চল ডুবে যায়। বর্তমানে রাঙামাত্যা (রাঙ্গামাটি) শহরের প্রধান বাজার যেটি রিজার্ভ বাজার নামে পরিচিত, সেটা কর্ণফুলী বাঁধ নির্মাণের আগে সংরক্ষিত বন ছিল। সেজন্য বাজারের নাম রিজার্ভ বাজার হয়েছে।

বাঁধ নির্মাণের ফলে হিল চাদিগাঙের (পার্বত্য চট্টগ্রামের) মোট ৩৬৯ মৌজার মধ্যে ১২৫ টি মৌজা পানির তলে চলে যায়। এতে ৫৪ হাজার একর কৃষি জমি অর্থাৎ জেলার মোট কৃষি জমির প্রায় ৪০% হ্রদের জলে ডুবে যায়। আর ক্ষতিগ্রস্ত হয় প্রায় ১ লাখ লোক। যাদের মধ্যে অধিকাংশ ছিল চাকমা।

তখন হিল চাদিগাঙের (পার্বত্য চট্টগ্রামের) মোট জনসংখ্যা ছিল প্রায় ৩ লাখ অর্থাৎ হিল চাদিগাঙের (পার্বত্য চট্টগ্রামের) ৩ ভাগের ১ ভাগ লোক বড়গাঙ (কর্ণফুলী) বাঁধ নির্মাণের ফলে ক্ষতিগ্রস্ত হয়। ১ লাখ লোকের মধ্যে পরিবারের সংখ্যা ছিল ১৮ হাজার এবং তাদের মধ্যে ১০ হাজার পরিবার ছিল কৃষি জমির মালিক। বাকীরা ছিল জুম চাষী।

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য হাজলং (কাসালং) সংরক্ষিত বনের এলাকা রিজার্ভ থেকে মুক্ত বনাঞ্চল ঘোষণা করা হয় এবং সেখানে প্রায় ১০ হাজার একর কৃষি জমি পাওয়া যায়। সে জমিতে ৩,৭৩৪ পরিবারকে পুনর্বাসিত করা হয়।

কিন্তু সর্বোৎকৃষ্ট জমিগুলো ক্ষতিগ্রস্ত বাঙালি পরিবারগুলোকে দেয়া হয়। রামগড় এবং বান্দরবান মহকুমায়ও ১১,৩২২ একর সরকারী খাস জমি পাওয়া যায়। কিন্তু আসলে এইসব জমি ছিল চাকমা, মারমা এবং ত্রিপুরা আদিবাসীদের আবাদী জমি কিন্তু তাদের বন্দোবস্তকৃত ছিল না।

কারণ ইতিপূর্বে পার্বত্য চট্টগ্রামে বিশেষ কোন জরিপ না হওয়াতে লোকজন জমি বন্দোবস্তের জন্য আবেদন করলে জমির প্লট এবং খতিয়ান উল্লেখ করে আবেদন করতে পারতো না। তারা আবেদন করতো জমির চৌহদ্দি উল্লেখ করে এবং জমির পরিমাণ উল্লেখ থাকত অনুমানের উপর ভিত্তি করে।

কাজেই সেই জমি আবাদ করার পরে, জরিপ করা হলে জমির পরিমাণ কম বেশি হতো। তাই কাপ্তাই বাঁধের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য যখন খাস কৃষি জমি খোঁজা হয় তখন সে সব এলাকার লোকজনের জমি জরিপ করে দেখা হয় এবং উল্লেখিত ১১,৩২২ একর কৃষি জমি পাওয়া যায়।

ফলে কাপ্তাই বাঁধ নির্মাণের কারণে কেবল যাদের ঘরবাড়ি ডুবে গেছে, কেবল তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাই নয়, যাদের ঘরবাড়ি জায়গা জমি ডুবে যায়নি তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ, তাদের আবাদী কৃষি জমি কিন্তু অবন্দোবস্তকৃত জমি এখন উদ্বাস্তুদের নামে বন্দোবস্ত দেয়া।

তবুও কৃষি জমির অভাবে বরগাঙ (কর্ণফুলী) বাঁধ নির্মাণের ফলে ক্ষতিগ্রস্ত সকলকে পুনর্বাসিত করা সম্ভব হয়নি। যাদের পুনর্বাসন করা যায়নি তাদের সংখ্যা ছিল ৮ হাজার জুমিয়া পরিবার এবং আরও কয়েক হাজার চাষী পরিবার যাদের পূর্বে কৃষি জমি ছিল, কিন্তু সে জমি হ্রদের পানিতে ডুবে যায়। এভাবে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে হিল চাদিগাঙের (পার্বত্য চট্টগ্রামের) সকল অধিবাসীই বেশি আর কম ক্ষতিগ্রস্ত হয়।

বাঁধ নির্মাণের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের খুবই নাম মাত্র ক্ষতিপূরণ দেয়া হয়। তাছাড়া জুমিয়া পরিবার এবং অন্যদের যাদের বসতভিটা বন্দোবস্তকৃত ছিল না, অর্থাৎ হিল চাদিগাঙ (পার্বত্য চট্টগ্রাম) ম্যানুয়েল অনুযায়ী যারা খাস জমিতে ঘরবাড়ি অথবা ফলের বাগান করেছিল তাদের বসতভিটা অথবা ফলের বাগানের জমির জন্য ক্ষতিপূরণ দেয়া হয়নি।

তারা ক্ষতিপূরণ পেয়েছিল কেবল বাড়িঘরের এবং ফলবান বৃক্ষের। জুমিয়ারা প্রত্যেক জুমের জন্য ৬ টাকা খাজনা দিয়ে জুম চাষ করতো। তারা জুমের জন্য কোনও ক্ষতিপূরণ পায়নি।

ক্ষতিপূরণ দেওয়ার হার ছিল নিন্মরুপ:

(ক) প্রথম শ্রেণীর জমি প্রতি একর ৬০০ টাকা
(খ) দ্বিতীয় শ্রেণীর জমি প্রতি একর ৪০০ টাকা
(গ) তৃতীয় শ্রেণীর জমি প্রতি একর ২০০ টাকা
(ঘ) পরিবার পিছু বসতবাড়ির জন্য (গড়ে) ৫০০ টাকা
(ঙ) প্রতি ফলবান বৃক্ষ ১০ টাকা
(চ) প্রতি অফলবান বৃক্ষ ৫ টাকা
(ছ) প্রতি কলাগাছ ০.২৫ পয়সা
(জ) প্রতি আনারস গাছ ০.৬ পয়সা

যদিও ১৯৬১ সালে বাঁধের নির্মাণ কাজ শেষ হয়, ১৯৬৪ সালে যখন আমি রাঙ্গামাটি বদলি হই তখনও অনেকে সেই ক্ষতিপূরণ পায়নি।

১৯৭০ সালে ফার ইস্টার্ণ রিভিউ (Far Eastern Review) ম্যাগাজিনে একটি প্রতিবেদনে বলা হয় যে বড়গাঙ (কর্ণফুলী) প্রকল্পে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ৫১ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছিল, মাত্র ২.৬ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হয়েছিল।

কাপ্তাই বাঁধের ক্ষতিগ্রস্তদের এভাবে বঞ্চনার বিরুদ্ধে মানবেন্দ্র নারায়ণ লারমা (তখন চট্টগ্রাম কলেজে বিএ ক্লাশের ছাত্র) একটি প্রচারপত্রও চট্টগ্রাম শহরসহ হিল চাদিগাঙের (পার্বত্য চট্টগ্রামের) বিভিন্ন স্থানে বিতরণ করেন। তখন ১৯৬৩ সালের ১৩ ফেব্রুয়ারী তাঁকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আটক করা হয়। কিন্তু এম এন লারমার বিরুদ্ধে সরকার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ প্রমাণ করতে পারেনি।

কারণ লারমা যে প্রচারপত্র বিতরণ করেছিলেন সেই প্রচারপত্রে ছিল কাপ্তাই ক্ষতিগ্রস্তদের বঞ্চনার বর্ণনা এবং তাদের যথাযথ পুনর্বাসনের দাবি।

এই মানবেন্দ্র নারায়ণ লারমা সত্তরের দশকের প্রথম দিকে বাংলাদেশের নবগঠিত শাসনতন্ত্রে হিল চাদিগাঙের (পার্বত্য চট্টগ্রামের) আদিবাসীদের জন্য কোনও বিশেষ অধিকার লাভে ব্যর্থ হয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গঠন করে হিল চাদিগাঙে (পার্বত্য চট্টগ্রামে) গণআন্দোলন শুরু করেন।

তিনি ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদে এবং ১৯৭৩ সালের নির্বাচনে পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৭২ সালে বাংলাদেশের নতুন শাসনতন্ত্র প্রণীত হয়। কিন্তু গণপরিষদের সদস্য হিসেবে সেই শাসনতন্ত্রে তিনি স্বাক্ষর করেননি। কারণ শাসনতন্ত্রে আদিবাসীদের কোনও অধিকার স্বীকৃতি পায়নি।

১৯৮৩ সালের ১০ নভেম্বর তারিখে মানবেন্দ্র নারায়ণ লারমা তারই গঠিত জনসংহতি সমিতির একটি বিদ্রোহী গ্রুপের হাতে নিহত হন। তাঁর মৃত্যুর পর তাঁর ছোট ভাই জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার নেতৃত্বে আন্দোলন চলতে থাকে।

শেষ পর্যন্ত ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তারিখে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটি শান্তিচুক্তির মাধ্যমে বিরোধের মীমাংসা হয় এবং সেই সঙ্গে হিল চাদিগাঙে (পার্বত্য চট্টগ্রামে) বিদ্রোহেরও অবসান হয়।

১৯৬৪ সালে পাকিস্তান সরকার Forestall Forestry and Engineering International Ltd. নামে এক কানাডিয়ান কোম্পানীকে হিল চাদিগাঙের (পার্বত্য চট্টগ্রামের) মাটি এবং ভূমির ব্যবহার, পাহাড়ী সমাজের উপর কাপ্তাই বাঁধের প্রভাব এবং হিল চাদিগাঙের (পার্বত্য চট্টগ্রামের) কৃষি উন্নয়নে কি কি ব্যবস্থা নেয়া যায় ইত্যাদি বিষয়ে জরিপ পরিচালনার জন্য নিয়োগ করে।

এই জরিপকার্য কলম্বো পরিকল্পনার অধীনে কানাডিয়ান সরকারের আর্থিক সাহায্যে করা হয়। কোম্পানীটি ১৯৬৪ হতে ১৯৬৬ সাল পর্যন্ত দু’বছর জরিপ চালিয়ে মোট ৯ খণ্ডে একটি  বিরাট প্রতিবেদন পেশ করে।

এখানে উল্লেখ্য যে, যদিও হিল চাদিগাঙ (পার্বত্য চট্টগ্রাম) জেলার মোট আয়তন ৫,০৯৩ বর্গমাইল অর্থাৎ দেশের আয়তনের দশ ভাগের এক ভাগ, কিন্তু সমগ্র জেলাটি পাহাড় পর্বত, উঁচু-নিচু টিলা নদ-নদী ঝরনা ইত্যাদিতে ভর্তি।

কৃষি জমির পরিমাণ খুবই কম। সম্ভবত সেই কারণেই ১৯০০ সালে যখন হিল চাদিগাঙ (পার্বত্য চট্টগ্রাম) ম্যানুয়েল প্রণীত হয় তখন ম্যানুয়েলের একটি ধারায় বলা হয় যে এখন হতে জেলায় কোনও পরিবারকে ২৫ একরের বেশি কৃষি জমি বন্দোবস্ত দেয়া চলবে না।

এরপর বড়গাঙ (কর্ণফুলী) নদীতে বাঁধ নির্মাণের ফলে হিল চাদিগাঙে (পার্বত্য চট্টগ্রামে) মোট কৃষি জমির ৪০ ভাগ বড়গাঙ (কর্ণফুলী) লেকের নিচে চলে যায়। সর্বোচ্চ সংখ্যক ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের জন্য তখন হিল চাদিগাঙ (পার্বত্য চট্টগ্রাম) ম্যানুয়েল সংশোধন করে একটি নতুন বিধি যোগ করা হয় যাতে বল হয় যে ভবিষ্যতে কোনও পরিবারকে ১০ একরের বেশি কৃষি জমি বন্দোবস্ত দেয়া যাবে না। বাংলাদেশ হওয়ার পরে সেই ১০ একর কমিয়ে ৫ একর করা হয়।

উল্লেখিত প্রতিবেদনে হিল চাদিগাঙের (পার্বত্য চট্টগ্রামের) ভূমিকে মোট চারভাগে ভাগ করা হয় এবং কি আয়তন ভূমিতে কী কী ফসল উৎপাদন করা সম্ভব তা নিন্মোক্তভাবে বর্ণনা করা হয়:

(ক) চাষাবাদ যোগ্য জমি: ৭৭,০০০ একর (মোট জমির ০২%)
(খ) ফলের বাগান করার উপযোগী: ৬,৭০,০০০ একর (মোট জমির ২১%)
(গ) কেবল বন করার উপযোগী: ১৬,০০,০০০ একর (মোট জমির ৫১%)
(ঘ) সংরক্ষিত বন: ৮০০,০০০ একর (মোট জমির ২৬%)
মোট: ৩১,৪৭,০০০ একর

কাজেই দেখা যায় হিল চাদিগাঙ (পার্বত্য চট্টগ্রাম) আয়তনে বড় হলেও, সেখানে চাষাবাদযোগ্য জমির পরিমাণ খুবই কম।

Ramatti (Rangamati) before Kaptai Dam
Kalindi Kumar Chakma’s private collection (সংগ্রহ: সমারী চাকমা, পর্ব ২; একজন ডুবুরীর আত্মকথন, thotkata.net, ২২ জুন ২০১৩)

বড়গাঙ (কর্ণফুলী) বাঁধ নির্মাণের সময় এবং পরবর্তীকালে বাঁধ নির্মাণের ফলে যে সব জায়গা ডুবে যাবে সেই সব জায়গায় জঙ্গল পরিষ্কার করে সেই জঙ্গলের গাছ অপসারণ, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দান, তাদের পুনর্বাসন ইত্যাদি কাজে তখন হাজার হাজার শ্রমিক, ঠিকাদার, ব্যবসায়ী, কাপ্তাই প্রজেক্ট এবং অন্যান্য সরকারী বেসরকারী কাজেও হাজার হাজার বাঙালি হিল চাদিগাঙে (পার্বত্য চট্টগ্রামে) প্রবেশ করে।

অনেক সুযোগ সন্ধানী বাঙালি সরকারী কর্মকর্তাদের যোগসাজশে কেবল চাকরী-বাকরী, ঠিকাদারী, ব্যবসা নয়, কাপ্তাই প্রকল্পের উদ্বাস্তু হিসেবে পরিচয় দিয়ে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনও দাবি করে এবং পেয়েও যায়।

তখন সুবিধাবাদী, সুযোগ সন্ধানী বাঙালিদের জন্য হিল চাদিগাঙ (পার্বত্য চট্টগ্রাম) কেবল উর্বর ক্ষেত্রে নয়, একটি স্বর্গরাজ্যে পরিণত হয়। পাহাড়ীরা এমনকি ব্রিটিশ আমলে আগত অনেক বাঙালিও ক্ষতিপূরণ, পুনর্বাসন না পেয়ে চরম হতাশ হয়ে পড়ে।

এরকম অবস্থায় ১৯৬৪ সালের প্রথম দিকে ভারতের কাশ্মীরের হযরত বাল দরগা হতে মহানবীর কেশ চুরিকে কেন্দ্র করে কলকাতাসহ ভারতের অনেক স্থানে দাঙ্গা লেগে যায়। দাঙ্গার প্রতিক্রিয়ায় তদানীন্তন গভর্নর মোনায়েম খানের মদদে পূর্ব পাকিস্তানে ঢাকাসহ বিভিন্ন স্থানে দাঙ্গা বাঁধে।

হিল চাদিগাঙের (পার্বত্য চট্টগ্রামের) ইতিহাসে এই প্রথম দাঙ্গা বাঁধে। হিল চাদিগাঙের (পার্বত্য চট্টগ্রামের) কয়েক জায়গায় বিশেষ করে নতুন বসতি এলাকা মারিচ্চেতে (মারিশ্যায়) অন্য জেলা হতে আগত বাঙালিরা পাহাড়ীদের উপর চড়াও হয় এবং বহু মেয়ের শ্লীলতাহানি করে।

এক দিকে ক্ষতিগ্রস্ত এবং উদ্বাস্তু অপর দিকে তারা পুনর্বাসন তো দূরের কথা জমিজমা এবং ঘরবাড়িরও ক্ষতিপূরণ পায়নি। তারপর তাদের এবং তাদের মেয়েদের অত্যাচার। ফলে তারা ধরেই নেয় যে, পাকিস্তানে থাকা তাদের পক্ষে সম্ভব নয়। হাজার হাজার আদিবাসী রামগড়, বিশেষ করে নতুন পুনর্বাসিত এলাকা মারিচ্চে (মারিশ্যা) হতে ভারতে চলে যাওয়া শুরু করে।

হিল চাদিগাঙ (পার্বত্য চট্টগ্রাম) হতে ব্যাপক হারে পাহাড়ী জনগণ ভারতে চলে যাওয়া শুরু করলে ভারত সরকার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং পাকিস্তানের বিরুদ্ধে জাতিসংঘসহ বিভিন্ন ফোরামে বিষয়টি উত্থাপন করে।

সংবাদপত্র এবং অন্যান্য গণমাধ্যমসমূহও পাকিস্তানের বিরুদ্ধে ব্যাপক প্রচার শুরু করে। তাছাড়া শ্রীলংকার প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দর নায়েকও পাকিস্তানের কাছে কড়া প্রতিবাদ করেন। এতে পাকিস্তান সরকারের টনক নড়ে।

গভর্নর মোনায়েম নিজে রাঙামাত্যা (রাঙ্গামাটি) এবং বিশেষভাবে ক্ষতিগ্রস্ত এলাকা মারিচ্চেতে (মারিশ্যায়) বার বার পরিদর্শন করতে যান এবং আদিবাসীদের যথাযথভাবে পুনর্বাসনের এবং তাড়াতাড়ি ক্ষতিপূরণের আশ্বাস দেন। সেই সঙ্গে তিনি পাহাড়ীদের ভারতে না যেতে অনুরোধ করতে থাকেন।

তাছাড়া হিল চাদিগাঙের (পার্বত্য চট্টগ্রামের) পাহাড়ী সরকারী কর্মকর্তা এতদিন যারা অন্য জেলায় কর্মরত ছিলেন, তাদের প্রায় সকলকেই হিল চাদিগাঙে (পার্বত্য চট্টগ্রামে) বদলি করে আনা হয়।

ঐ সময় আমি রংপুর জেলার গাইবান্ধা মহকুমায় মাত্র কিছু দিন আগে সিলেট হতে যোগদান করেছি। আমাকে টেলিগ্রামের মাধ্যমে রাঙামাত্যায় (রাঙ্গামাটিতে) বদলি করে আনা হয় এবং রাঙামাত্যায় (রাঙ্গামাটিতে) যোগদান করার পরই সবচেয়ে উপদ্রুত এলাকা মারিচ্চেতে (মারিশ্যায়) পাঠানো হয়।

কয়েক জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের উস্কানিদাতা অনুসারীকে হিল চাদিগাঙ (পার্বত্য চট্টগ্রাম) হতে হিল চাদিগাঙ (পার্বত্য চট্টগ্রাম) ম্যানুয়েলের ৫১ ধারা অনুযায়ী বহিষ্কার করা হয়। আস্তে আস্তে পরিস্থিতি শান্ত হয়ে আসে এবং পাহাড়ীদের ভারতে যাওয়াও বন্ধ হয়।

কিন্তু এর মধ্যেও ৪০ হাজারের অধিক জুম্ম আদিবাসী ভারতে চলে যায়। ভারত সরকার তাদের প্রায় সবাইকে বর্তমান অরুণাচল প্রদেশে পুনর্বাসন করে। কিছু কিছু শরণার্থী ত্রিপুরা রাজ্যে এবং কিছু কিছু আসামেও স্ব স্ব উদ্যোগে পুনর্বাসিত হয়। দুর্ভাগ্যের বিষয় যারা অরুণাচল প্রদেশে পুনর্বাসিত হয়েছে তারা এখনও ভারতীয় নাগরিকত্ব পায়নি। ফলে তারা এখন সেখানে মানবেতর জীবনযাপন করছে।

১৯৯৪ সালে আমি চাকরী হতে অবসর গ্রহণের পর অবসরপ্রাপ্ত মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ সিদ্দিকুর রহমান আমাকে তার বাসায় যেতে অনুরোধ করেন। উল্লেখ্য গত শতাব্দীর ষাটের দশকের প্রথম দিকে তিনি প্রথমে কাপ্তাই প্রকল্পের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মকর্তা এবং জেলার  Ex-Officio অতিরিক্ত ডেপুটি কমিশনার এবং পরে জেলার ডেপুটি কমিশনার হয়েছিলেন।

সে সময় আমিও রাঙামাত্যায় (রাঙ্গামাটিতে) কর্মরত ছিলাম। কথোপকথনের এক পর্যায়ে তিনি আমাকে বলেন যে ক্ষতিগ্রস্ত উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য তিনি যখন বার বার সরকারের কাছে অর্থের জন্য লিখেছিলেন, একদিন তাকে গোপন পত্রে জানিয়ে দেয়া হয় যে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জাতিগোষ্ঠীরা জঙ্গলের লতাপাতা খেয়েও বাঁচতে পারে। কাজেই তাদের জন্য বেশি সাহায্যের প্রয়োজন নেই।

*উন্নয়নের নামে কাপ্তাই বাঁধ যে বিপর্যয় সৃষ্টি করে সেটাকে পাহাড়ীরা বড়পরং নামে স্মরণ করে থাকে।


লেখক : শরদিন্দু শেখর চাকমা, একজন মানবাধিকার কর্মী, সাবেক রাষ্ট্রদূত এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব।

Sharadindu Sekhar Chakma and Ananta Bihari Khisa
বামে: শরদিন্দু শেখর চাকমা, ডানে: অন্তত বিহারী খীসা; ছবি সংগ্রহ: ধীমান খীসা

[উৎস: শরদিন্দু শেখর চাকমা, পার্বত্য চট্টগ্রামের একাল-সেকাল, অংকুর প্রকাশনী, ঢাকা, ২০০২] বইয়ে লেখাটির উপশিরোনাম হচ্ছে ‘কর্ণফুলী বিদ্যুৎ প্রকল্প’।

জুমজার্নালে প্রকাশিত লেখাসমূহে তথ্যমূলক ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে অথবা যেকোন লেখার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে। আপনার মতামত এবং সঠিক তথ্য দিয়ে আপনিও লিখুন অথবা লেখা পাঠান। লেখা পাঠাতে কিংবা যেকোন ধরনের প্রয়োজনে যোগাযোগ করুন - jumjournal@gmail.com এই ঠিকানায়।

আরও কিছু লেখা

Leave a Reply
You must be logged in! Login Now?
user1
user1

testing 2 from new frontend

Apr 23rd, 2023 12:09 AM
user1
user1

test comment in bangali der proti obissas post

Apr 22nd, 2023 10:01 PM
Kong Chai
Kong Chai

Worthy piece of CHT history.

Feb 20th, 2020 11:04 AM